শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

‘আমেরিকা সেনা প্রত্যাহার করতে অস্বীকার করলে ইরাকিদের প্রতিরোধের মুখে পড়বে’

ইরাকের একজন সংসদ সদস্য তার দেশ থেকে বিদেশি সেনা বহিষ্কারের ব্যাপারে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হওয়া প্রস্তাব বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, আমেরিকা যদি সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে তাহলে তারা ইরাকি জাতির প্রতিরোধের মুখে পড়বে।

ইরাকের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ আল- বালদাউয়ি বলেন, “ইরাক থেকে সেনা বহিষ্কারের সিদ্ধান্ত ইরাকের নিজস্ব ব্যাপার। যদি বিদেশি সেনা বহিষ্কারের ব্যাপারে ইরাক সরকারের রাজনৈতিক সমাধানের প্রক্রিয়া ব্যর্থ হয় তাহলে মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।

আরবি ভাষার বাগদাদ টুডে বার্তা সংস্থাকে গতকাল বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।

গত মঙ্গলবার আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা খবর দিয়েছে যে, বাইডেন প্রশাসন ইরাক থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত পর্যালোচনা করবে। এরপর ইরাকের সংসদ সদস্য এসব কথা বললেন।

উৎস, পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img