শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

গাজায় অবিলম্বে ইসরাইলী হামলা বন্ধের দাবি মাহমুদ আব্বাসের

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অতিসত্বর ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলী নৃসংশতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং তাদের আন্তর্জাতিক সুরক্ষা প্রদান নিশ্চিত করা।

শনিবার (৬ আগস্ট) ইসরাইলের আগ্রাসনের নিন্দা জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, বিশেষ করে গাজায় দখলদার ইসরাইলের হামলা প্রতিনিয়ত তীব্র হচ্ছে। শুক্রবার (৫ আগস্ট) গাজা উপত্যকায় হামলা চালিয়ে আল-কুদস ব্রিগেডের সিনিয়র নেতাসহ অন্তত ১০ জনকে শহীদ এবং ৬৫ জনকে আহত করেছে ইসরাইলী বাহিনী। এসব অবিলম্বে বন্ধের দাবি জানান ফিলিস্তিনের রাষ্ট্রপতি।

সূত্র: আল-জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img