শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

জমিয়তের মজলিসে আমেলার বৈঠক অনুষ্ঠিত : আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ

জালানী তেলের মুল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, অস্বভাবিক লোডশেডিংএর প্রতিবাদে এবং গ্রেফতারকৃত আলেম উলামাদের মুক্তির দাবীতে আগামী ১৯ শে আগষ্ট শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ঢাকার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইটে।

আজ (১৩ আগষ্ট) শনিবার পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মজলিসে আমেলার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিনিয়র সহ সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় এই অনুষ্ঠিত বৈঠক অনুষ্ঠিত হয়।

মজলিসে আমেলায় উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসূফী, মাওলানা আব্দুল কুদ্দুস তাপাদার, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজীজ, মাওলানা মাসুদুল করীম, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা খলীলুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা বশির আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দীন খান, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, সহকারী অর্থ সম্পাদক মাওলানা আবুল বাশার, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সহকারী প্রচার সম্পাদক মুফতি নুর মোহাম্মদ কাসেমী, মাওলানা আখতারুজ্জামান, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, সহকারী আন্তর্জাতিক সম্পাদক মাওলানা সৈয়দ তামীম আহমদ, সহ সাহিত্য সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ ইয়াহইয়া, অফিস সম্পাদক মাওলানা আবদুল গফ্ফার ছয়ঘরী, যুব বিষয়ক সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদিমানী, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, পাঠাগার সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, শিক্ষা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী, সেচ্ছাসেবক সম্পাদক মাওলানা ছিদ্দিকুল ইসলাম তোফায়েল, সদস্য মুফতি মকবুল হোসাইন কাসেমী, মুফতি হাসান ফারুক, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা ছিদ্দিকুর রহমান চৌধুরী, মাওলানা গোলাম মাওলা, মাওলানা মুস্তাক গাজীনগরী, মাওলানা মফিজুর রহমান, মাওলা শরিফুল ইসলাম, মাওলানা আব্দুর রহীম, মাওলানা আনোয়ার হোসাইন ঢাকবী, মাওলানা আব্দুল বাসিত খান, মাওলানা আবুল কালাম, মাওলানা মামুন, মাওলানা নুরুল আলম ইসহাকী প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img