শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

তালিবানের বিবর্তন ও ইসলামী আফগানিস্তান | নীরবে বলে যাই (৩)

তালিবানের সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনীতি চোখে পড়ার মতো একটি বিষয়। ২০২১ সালের ১৫ই আগস্ট কাবুল-বিজয়ের পর তালিবান যে আন্দাযে আন্তর্জাতিক চাপ মুকাবিলা করে বহির্বিশ্বে সম্পর্ক গড়ার পথ তৈরি করছে, এক কথায় বলা যায়—অসাধারণ। যারা এসব আফগানদের পাহাড়ের বাসিন্দা ভেবে সভ্যজগতের অপরিচিত প্রাণী বলে আখ্যায়িত করেছিলেন, তারা এখন অবাকনেত্রে দেখছেন তালিবান নেতৃত্বের কুশলী রাজনীতি ও কূটনীতি। কাবুল-বিজয়ের পর অনেকেই ভেবেছিলেন: কাবুল না হয় দখল করা গেছে কিন্তু দেশ চলবে কেমন করে? ব্যাংক-রিজার্ভ জব্দ, বিদেশের স্বীকৃতির সমস্যা, আন্তর্জাতিক সাহায্য বন্ধ, সদস্যপদ দিতে জাতিসংঘের অনীহা ইত্যাদি ঠিক না হলে দেশের মানুষ বাঁচবে কি করে? এ প্রশ্নে সবার কপালে ভাঁজ পড়তে শুরু করে। ভারতীয় ও অন্যান্য মিডিয়া তালিবান-বিরোধিতায় সরব হয়ে ওঠে। সবার-ই এক কথা: নারী ও শিশু অধিকার, স্থিতিশীলতা, পাঞ্জশীরের বিদ্রোহ, আর্থনীতিক অরাজকতা, বাণিজ্য ঘাটতি, ব্যাংকগুলোর করুণ অবস্থা, বেকার-সমস্যা বিশেষত নারীদের কর্মসংস্থান, তালিবানের পূর্বশাসনের প্রত্যাবর্তন ইত্যাদি নিয়ে সমস্যার সমাধান না হলে কোন সহযোগিতা নয়; কোন স্বীকৃতি নয়। বিপরীতে বিগত এক দশক ধরে বিভিন্ন প্রচারমাধ্যম থেকে খবর পাচ্ছিলাম, তালিবানের একটি শক্তিশালী স্তর ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসাবে একটি অগ্রসর প্রজন্ম গড়ে তোলার কাজে হাত দিয়েছে। তাঁরা আধুনিক প্রযুক্তি, ভাষাজ্ঞান, কূটনীতি ও আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ একটি প্রজন্ম হবে। এতে করে প্রচলিত অস্ত্র ব্যবহারের বাইরে গিয়ে নতুন এক কূটনৈতিক ও মিডিয়া জিহাদের চেহারা উম্মোচিত হবে। বিষয়টি এক সময় ধোঁয়াশে মনে হলেও যখন দেখলাম তালিবানের কিছু নেতৃত্ব ও মুখপাত্র আধুনিক ইংরেজিতে তাদের বক্তব্য জানাচ্ছেন, পশ্চিমা প্রতিনিধিদল বিশেষ করে মার্কিনীদের সাথে সরাসরি দর কষাকষি করছেন, বুঝলাম আসলেই গূণগতভাবে তালিবান নতুন এক চেহারায় আবির্ভূত হচ্ছে। কেবল আমরা বলে কথা নয়, বাইরের দুনিয়াও তালিবানের নতুন ভূমিকায় অবাক।

বিষয়টি বুঝতে কাবুল বিজয়ের পর থেকে তাদের তৎপরতা ও আন্তর্জাতিক বিশ্বের নমনীয় হবার ইঙ্গিতগুলোকে বিবেচনায় নেয়া যেতে পারে। ২১’র ১৭ই আগস্ট তালিবান সকল সরকারি কর্মচারী যারা মার্কিন সমর্থনপুষ্ট ঘানি সরকারে কাজ করেছেন, তাদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করে। তারা ঘোষণা দেয়, মহিলারা কর্মক্ষেত্র এবং শিক্ষায় অংশ নিতে পারবে এবং নারীর প্রতি ইসলামী বিধিবিধান মেনে যথাযথ সম্মান প্রদর্শন করবে। ঐদিন রাশিয়া বিবৃতি দিয়ে বলে: তারা আশা করছে, তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তান ঘানির আফগানিস্তানের চেয়ে নিরাপদ হবে। ২০ তারিখ তালিবান পূর্বতন প্রধানমন্ত্রী হামিদ কারজায়ীর সাথে দেশে স্থিতিশীলতা আনতে বৈঠক করেন। ২৮ তারিখ তালিবান ঘোষণা দেয়, আইন-শৃংখলা ফিরিয়ে আনা তাদের প্রধান কাজ। একই দিন ফ্রান্স মানবিক সহায়তা নিয়ে তালিবানের সাথে কথা বলার সিদ্ধান্ত জানায়। সেপ্টেম্বরের ২ তারিখ সরকারী কর্মচারীদের কাজে যোগ দেয়ার আহ্বান জানায় তালিবান। ৩ তারিখ য়ুরোপীয় য়ুনিয়ন জানায় তারা শর্তসাপেক্ষে তালিবানের সাথে কথা বলতে রাজি। ১৩ তারিখ জাতিসঙ্ঘের আহ্বানে দাতা দেশগুলো ১ বিলিয়নেরও বেশি মানবিক সাহায্য দিতে রাজি হয়। ২২ তারিখ জাতিসঙ্ঘের বিশেষ অধিবেশনে ভাষণ দিতে তালিবান আহ্বান জানায়। অক্টোবরের ৭ তারিখ মস্কোতে অনুষ্ঠিত (২০শে অক্টোবর) জি২০ কর্তৃক আফগান বিষয়ক সম্মেলনে অংশ নিতে তালিবানকে রাশিয়ার আমন্ত্রণ। ১২ তারিখ পারস্পরিক সহযোগিতা নিয়ে তালিবান নেতৃত্বের সাথে ইউ ও মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ১৩ তারিখে জানানো হলো, জি২০ নেতৃবৃন্দ মানবিক সাহায্য নিয়ে তালিবানের সাথে কাজ করতে প্রস্তুত। ২০ তারিখ রাশিয়া আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তালিবানের প্রচেষ্টাকে সমর্থন করে বলে বিবৃতি দেয়। ২১ তারিখে রাশিয়া, চীন ও ইরান আঞ্চলিক সহযোগিতাপ্রশ্নে তালিবানের সাথে কাজ করার কথা ঘোষণা করে। ২২শে ডিসেম্বর জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ আফগানিস্তানের মানবিক সঙ্কটে সাহায্য প্রদানের একটি মার্কিন প্রস্তাবে অনুমোদন দেয়। ২০২২ সালের ১১ই জানুয়ারী জাতিসঙ্ঘ আফগানিস্তানে দেয়ার জন্য দাতা দেশগুলোর কাছে ৫ বিলিয়ন ডলার সাহায্য চায়। ১৪ই জানয়ারী জাতিসঙ্ঘ মহাসচিব আমেরিকা ও বিশ্বব্যাংককে আফগানিস্তানের জন্য তহবিল জোগাড় করতে আহ্বান জানায়। গত ২৬শে জানুয়ারী নরওয়ের ওসলোতে অনুষ্ঠিত এক বৈঠকে পশ্চিমা কূটনীতিকরা আফগানিস্তানে মানবিক সহায়তা নিয়ে তালিবানের সাথে কথা বলেছেন এবং সাহায্যের উপর গুরুত্বারোপ করেছেন।

এখন প্রশ্ন হলো, প্রচণ্ড তালিবানবিরোধী পশ্চিমা বিশ্বে উপরের পরিবর্তনগুলো কি এমনি এলো? বিজয়ের মাত্র ছয় মাসের মধ্যে আন্তর্জাতিক বিশ্বে তালিবান সম্পর্কে এতো দ্রুত পরিবর্তন কি বন্দুকের জোরে এসেছে? না কি জটিল কূটনীতির মাঠের জিহাদে অর্জিত হয়েছে? এগুলো কি আফগানিস্তানের পর্বতশার্দুলদের তিলিসমাতি কোন কাণ্ড? না, ভবিষ্যতের গন্তব্যপ্রশ্নে অবিচল কুশলী সৈনিকেরা এমন করেই এগিয়ে যায়? সেদিনের বিপ্লব আর এদিনের বিপ্লবের মাঝে যারা প্রক্রিয়াগত পার্থক্য বোঝেন না—তাদের কাছে বর্তমান আধুনিক তালিবানের বৈশিষ্ট্য ও বিবর্তনের রহস্য বোঝা অসম্ভব। আজকের তালিবান বুঝতে শিখেছে, শেঁকড়কে ঠিক রেখে হাল-দুনিয়া নতুন ও কৌশলী এক জিহাদের জন্মভূমি হতে পারে যেখানে থাকবে ইবনে খালদুনের রাষ্ট্রচিন্তা এবং মুফতী তাকী উসমানীর ফিকহী দর্শনের প্রভাব। এ দর্শন বহনের জন্য প্রয়োজন মোল্লা আব্দুল গনি বারাদার, মোল্লা আব্দুল সালাম হানাফী, মোল্লা সিরাজ উদ্দীন হাক্কানী, মোল্লা মোহাম্মদ ইয়াকুব, মোল্লা আব্দুল হাকিম শারী, কারী দীন মোহাম্মদ হানিফ, জাবিউল্লাহ মুজাহিদ, আব্দুল বাকী হাক্কানী, মোল্লা হেদায়েতুল্লাহ বাদরীর মতো কুশলী ও আধুনিক চিন্তার সৈনিক।

তালিবানের বিবর্তনের আরেক অবিস্মরণীয় অধ্যায় হলো, দেশে শরয়ী বিধান প্রবর্তনে দা’ওয়াতনির্ভর তাদরীজি পদ্ধতি অনুসরণের ঘোষণা। আমাদের এখানে যেমন কিছু ইসলামপ্রেমী বলে দাবিদার এক দিনেই ইসলামী হুকুমাত কায়েমের ‘জ্বালাময়ী’ ঘোষণা দেন, বিশ বছর ধরে জিহাদের কঠিন সৈনিক আজকের তালিবান তেমন বে-ওকুফী করেনি। এ থেকে আমাদের কথিত ‘মুজাহিদ’দের শিক্ষা নেয়া দরকার। কুরআনও একদিনে আসেনি, এসেছে তাদরীজান অর্থাৎ ধীরেধীরে; ইসলামের প্রয়োগও হয়েছে ধীরেধীরে। বিশ বছর ধরে পাশ্চাত্য সংস্কৃতি প্রযুক্ত করতে গিয়ে আফগান-রক্ষণশীল সমাজে যে ক্ষত সৃষ্টি করা হয়েছে, সেটার মেরামত কি কয়েক মাসেই সম্ভব? সঙ্গতকারণে, তালিবানের তাদরীজি পদ্ধতি বাস্তবসম্মত ও সুগভীর। আমার মনে হয়, যে পথে বর্তমান তালিবান এগুচ্ছে—তাতে কেবল আফগান সমাজ নয়, বিশ্বসমাজও প্রভাবিত হবে অচিরে। আমাদের এখানে যারা ইসলামী সমাজ বাস্তবায়নের স্বপ্ন দেখছেন তাঁদের অনেক কিছুই শেখার আছে তালিবানের কাছ থেকে; যাঁরা ইসলামী রাজনীতির দল করছেন তাঁদেরও। আধুনিক তালিবানের দৃষ্টিভঙ্গীগত যে দর্শন আজ প্রকাশ পাচ্ছে, মনে হয় আগামী মুসলিম প্রজন্মকে তা নতুন পথে অগ্রসর হতে উৎসাহিত করবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img