শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ভারতকে চাপে ফেলে ব্রহ্মপুত্র নদে ‘মেগা ড্যাম’ তৈরি করছে চীন

ব্রহ্মপুত্র নদের উপরে ‘মেগা ড্যাম’ তৈরি করে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে চীন। এ খবর সামনে আসার পরে আবারও ভারত ও চীনের মধ্যে সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকেই।

সোমবার (৮মার্চ) তিব্বতের কমিউনিস্ট পার্টির তরফে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি চীনের উচিত এই কাজ শুরু করা।

জিনপিং সরকারকে দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ করার দাবি জানিয়েছে দলের এক বর্ষীয়ান সদস্য। গত সপ্তাহেই চীনের পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্গত করা হয়েছে ওই জলবিদ্যুৎ পরিকল্পনাকে।

এদিকে ভারতের আশঙ্কা, নদীর উচ্চ গতিপথে বাঁধ তৈরি করলে ভারতে পানি সংকট তৈরি হতে পারে। বিপর্যস্ত হয়ে পড়বে কৃষিকাজ। পাশাপাশি বর্ষাকালে বন্যাও হতে পারে। গত ফেব্রুয়ারিতে সংসদে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলীধরন বলেছিলেন, দেশের স্বার্থের কথা মাথায় রেখে ব্রহ্মপুত্রসহ চীন থেকে ভারতে আসা নদীগুলি নিয়ে বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। একাধিকবার তারা আশ্বস্ত করেছে যে ওই বাঁধ নির্মাণ প্রকল্প কোনওভাবেই ভারতের ক্ষতি করবে না। নদীর গতিপথ বদলানোর কোনও পরিকল্পনা তাদের নেই। তবুও ব্রহ্মপুত্র নদ সংক্রান্ত চীনা কার্যকলাপের উপর কড়া নজর রাখা হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img