শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

পশ্চিমবঙ্গ নির্বাচনে সহিংসতার আশঙ্কায় নন্দীগ্রাম আসনে ১৪৪ ধারা জারি

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এই আসনে লড়ছেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট হবে।

বুধবার পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসক সুমিতা পান্ডে জানান, কোনো রকম ঝামেলা বরদাস্ত করা হবে না। প্রতিটি ক্ষেত্রে সুরক্ষায় কোনো খামতি থাকছে না। সাধারণ নিয়ম অনুযায়ী যে কোনো বুথ এলাকাতেই ১৪৪ ধারা জারি থাকে। কিন্তু নন্দীগ্রামের ক্ষেত্রে শুধু এটুকুই নয়, গোটা বিধানসভা এলাকাতেই ১৪৪ ধারা বজায় থাকবে।

জেলা প্রশাসক বলেন, এবার নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি হয়েছে, যা বুধ ও বৃহস্পতিবার বলবৎ থাকবে। পাশাপাশি অতি সংবেদনশীল বুথগুলোতে ৪ ধরনের নজরদারির ব্যবস্থা থাকবে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি বুথে থাকবে লাইভ ওয়েবকাস্টিং, সিসিটিভি, ভিডিওগ্রাফি এবং অবজার্ভার। এ ছাড়া নন্দীগ্রামের ৫০ শতাংশ বুথে লাইভ ক্যামেরায় নজরদারি চলবে, যা তদারক করা হবে তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের কার্যালয় থেকে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img