শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আফগানিস্তানে তেল ট্যাংকারে ভয়াবহ বিষ্ফোরণে ৭ জন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক জ্বালানি ট্যাংকার বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জনের মৃত্যু এবং ১৪ জন আহত হয়েছে।

শনিবার (১ মে) কাবুলের সাকার দারা জেলায় এ ঘটনা ঘটে।

বিষয়টি মার্কিন মদদপুষ্ট আফগানিস্তানের কাবুল সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

জানা যায়, কাবুল থেকে উত্তারাঞ্চলীয় প্রদেশগামী মহাসড়কের পাশে পার্কিং করা ট্যাংকারে বিষ্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। কাবুলে প্রবেশের অপেক্ষায় সেখানে প্রায় ৩০টি তেল ট্যাংকার পার্কিং করা ছিল।

কাবুলের উত্তর উপকণ্ঠে সাকার দারা জেলার এ এলাকায় ধারাবাহিক বিষ্ফোরণে ট্যাংকার ধ্বংস হয়। এতে অন্তত ৫০টি ট্যাংকার ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়েছে। একটি ফুয়েল পাম্প স্টেশন, একাধিক দোকান এবং বাড়ি বিধ্বস্ত হয়েছে।

আগুন নেভাতে এবং ক্ষতিগ্রস্ত লোকদের উদ্ধারে একাধিক অগ্নি নির্বাপন ইউনিট কাজ করছে।

বিষ্ফোরণে বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় কাবুলের বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img