শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

অর্থ লোপাটের দায়ে কাতারের অর্থমন্ত্রী আলী শরীফকে গ্রেপ্তারের নির্দেশ

অর্থ লোপাট ও ক্ষমতার অপব্যবহার করার দায়ে কাতারের অর্থমন্ত্রী আলী শরীফ আল ইমাদিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল।

বৃহস্পতিবার (৬ মে) এক প্রতিবেদনে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কিউএনএ এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, সরকারি খাতে দুর্নীতির প্রমাণ হিসেবে বিভিন্ন রিপোর্ট ও এ সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করে দেখার পর অ্যাটর্নি জেনারেল অর্থমন্ত্রী আলী শরীফ আল ইমাদিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। এ নিয়ে আরও বিস্তারিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আল ইমাদি ২০১৩ সাল থেকে কাতারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। কাতার ন্যাশনাল ব্যাংক এর দায়িত্বও তার কাঁধে।

কিউএনএ জানিয়েছে, অভিযোগের কাগজপত্র ও তথ্যাদি পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। তার বিরুদ্ধে আরও তদন্ত চলছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img