শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশি কিশোরকে বেধড়ক পিটিয়ে ফেলে গেলো ভারতীয় বিএসএফ

সীমান্তের পাশে জমিতে বোরো ধানের চারা রোপণের সময় জেলার হরিপুর উপজেলার বেতনা সীমান্তে শাহা আলম (১৭) নামে এক বাংলাদেশি কিশোরকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে ভারতীয় বিএসএফ’র বিরুদ্ধে। পিটিয়ে অচেতন করার পর ওই কিশোরকে ‘মৃত’ ভেবে বাংলাদেশ অংশে ফেলে রেখে যায় বিএসএফ। তিনি বর্তমানে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হরিপুর উপজেলার বেতনা সীমান্তের ৩৬৭ পিলারের কাছে এ ঘটনা ঘটে।

ভারতের কোয়ালিঘর ক্যাম্পের বিএসএফ সদস্যদের এমন পাশবিক নির্যাতনের বিষয়টি নিশ্চিত করেছেন বেতনা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিব।

তিনি বলেন, বিষয়টি নিয়ে পতাকা বৈঠক করতে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন রয়েছে।

শাহা আলমের বাবা নজরুল ইসলাম জানান, সকালে সীমান্তের ৩৬৭ নং পিলারের কাছে নিজের জমিতে বোরো ধানের চারা রোপণ করছিল শাহা আলম। দুপুরে হঠাৎ কোয়ালিঘর ক্যাম্পের বিএসএফ’র সদস্যরা এসে তাকে তুলে নিয়ে কাঁটাতারের কাছে পাশবিক নির্যাতন চালায়। নির্যাতনের কারণে সে অজ্ঞান হয়ে গেলে মৃত ভেবে ফেলে চলে যায় বিএসএফ সদস্যরা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img