শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

পর্যটকদের জন্য লন্ডন শহরের আদলে ঢাকার রাস্তায় দ্বিতল বাস: বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

লন্ডন শহরের আদলে পর্যটকদের ঢাকা শহরে ভ্রমণের জন্য আধুনিক দ্বিতল বাস নামাবে পর্যটন করপোরেশন। প্রাথমিকভাবে ছয়টি আধুনিক দ্বিতল বাসে লালবাগ কেল্লা, আহসান মঞ্জিলসহ ঢাকা শহরের দর্শনীয় স্থানসমূহ ভ্রমণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫মার্চ) জার্নালিস্টস ফোরাম ফর প্রোমটিং ট্যুরিজমের নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুল আলী এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছয়টি আধুনিক দ্বিতল বাস কেনার প্রস্তাব ইতিমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হলে তা অনুমোদন হয়। পর্যায়ক্রমে এ বাসের সংখ্যা আরো বাড়ানো হবে। একই সঙ্গে প্রতিটি জেলায় একটি করে আধুনিক দ্বিতল বাস দেওয়ারও পরিকল্পনা রয়েছে।

জার্নালিস্টস ফোরাম ফর প্রোমোটিং ট্যুরিজমের সভাপতি আবুল খায়ের বলেন, বাংলাদেশ অন্যান্য দেশের চেয়ে কোনো অংশেই কম নয়। নেপাল যেমন পর্যটন শিল্প দিয়ে দেশের অর্থনীতিতে মূল ভূমিকা রাখছে, ঠিক তেমনি আমাদের দেশেও তা সম্ভব। একটু সুনজর দিলেই এই শিল্প হয়ে উঠবে দেশের অন্যতম অর্থনীতির খাত। জার্নালিস্টস ফোরাম ফর প্রোমোটিং ট্যুরিজমের সাধারণ সম্পাদক শাহীন আলম বলেন, আমাদের দেশের প্রতিটি স্থান হতে পারে পর্যটন জোন। এ জন্য দরকার উদ্যোগ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img