শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছে বিএনপি

দেশে করোনা মহামারীর অবস্থা, বর্তমান বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও খালেদা জিয়ার মুক্তির বিষয়ে দলের উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যানদেরকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছে বিএনপি।

শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন (ভিপি) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের বর্তমান সমসাময়িক বিষয় বৈঠকে আলোচনা হয়েছে। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের বন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবি করা হয়।

বৈঠকে করোনায় আক্রান্ত বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয় বলেও জানান জয়নাল আবেদীন।

তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশীদের নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির কমিটি রয়েছে। এরমধ্যে ১৫টি দেশের বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকও এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন।

দেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে ধারাবাহিক ভার্চুয়াল বৈঠক শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই অংশ হিসেবে আজ প্রথম বৈঠক করেন বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যও উপস্থিত ছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img