শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

এবার আফগান থেকে বিদায় নিচ্ছে জার্মান সেনারাও

১১ সেপ্টেম্বরের মধ্যে আমেরিকার সেনা ফিরিয়ে নেওয়ার ঘোষণার পর আফগানিস্তান থেকে নিজেদের সেনা ফিরিয়ে নেওয়ার কথা ভাবছে জার্মানি। এ নিয়ে পরিকল্পনাও শুরু করেছে দেশটি। জুলাইয়ের শুরুতেই শুরু হয়ে যেতে পারে সেনা প্রত্যাহারের কাজ।

এ বিষয়ে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণলায়লের একজন মুখপাত্র বলেছেন, আমরা শিগগিরই আফগানিস্তান থেকে সেনাদের ফিরিয়ে আনতে চাইছি। আগামী ৪ জুলাইকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত সামরিক জোট ন্যাটোর কাছ থেকে আসবে বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।

এদিকে ন্যাটোও আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে ১ মে থেকে।

আফগানিস্তানে ন্যাটোর মোট নয় হাজার ৬০০ সেনা রয়েছে। এদের রয়েছে ন্যাটোর দেওয়া প্রশিক্ষণও। তবে এরা আমেরিকার সামরিক সরঞ্জামের ওপর নির্ভরশীল। ৩৬টি সদস্য দেশ ও মিত্র দেশ থেকে এসব সেনা এনেছে ন্যাটো।

ন্যাটোতে জার্মানির সেনা সংখ্যা এক হাজার ১০০। ন্যাটোতে আমেরিকার পরেই সবচেয়ে বেশি সেনা তাদের।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img