রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

সাংবাদিক নূরুল কবিরকে বিমানবন্দরে হয়রানির ঘটনায় জামায়াতের উদ্বেগ

ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক সাংবাদিক নূরুল কবির বিমানবন্দরে হয়রানির শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ রোববার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে বলা হয়, ‌ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক সাংবাদিক নূরুল কবির তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অভিযোগ করে লিখেছেন যে, তিনি গত ১৮ নভেম্বর একটি মিডিয়া কনফারেন্সে যোগ দিতে বিদেশ যাচ্ছিলেন। এ সময় বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে হয়রানি করেছেন। তাকে প্রায় একঘণ্টা বসিয়ে রাখা হয়। ফেরার পথেও একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‌নূরুল কবির দেশের একজন সাংবাদিক ও ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক। তার মতো একজন সিনিয়র নাগরিককে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ হয়রানি করায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আর যেন কাউকে বিমানবন্দরে হয়রানির শিকার না হতে হয় সেজন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img