বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

আমরা আরবদের ভূমি দখল করে গড়ে উঠা জায়ানবাদী রাষ্ট্রের ধ্বংস কামনা করছি : ইহুদি ধর্মগুরু

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ধ্বংস কামনা করলেন ইহুদি ধর্মগুরু ইসরাইল ডেভিড ওয়াইস।

সোমবার (৩০ অক্টোবর) গাজ্জা গণহত্যার ব্যাপারে এই মন্তব্য করেন তিনি।

ইহুদি ধর্মগুরু বলেন, জায়োনিস্টরা ইহুদি ধর্মের অনুসারী নয়। আরবদের ভূমি জবরদখল করে তারা জায়োনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। একজন প্রকৃত ধার্মিক ইহুদি হিসেবে আমরা প্রতিদিন জায়োনিস্ট রাষ্ট্র ইসরাইলের ধ্বংস কামনা করছি, যা প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ফিলিস্তিনি ও প্রকৃত ইহুদিদের রক্ত ঝরিয়ে যাচ্ছে। আর দ্রুততম সময়ে ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করছি।

গাজ্জা গণহত্যা ও পশ্চিম তীরের দমনপীড়নে ফিলিস্তিনিদের দু:খ-বেদনায় ব্যথিত উল্লেখ করে জায়নবাদ বিরোধী এই ইহুদি ধর্মগুরু বলেন, আমরাও ফিলিস্তিনিদের সাথে কাঁদছি।

উল্লেখ্য, ইসরাইল ডেভিড ওয়াইস হলেন জায়োনিজম প্রতিষ্ঠার পূর্বে থেকে যে ইহুদি ধর্মের প্রচলন ছিলো তা অনুসরণ করে চলা একজন ইহুদি ধর্মগুরু। তাদের বিশ্বাস অনুযায়ী, জায়োনিস্টরা ধর্মত্যাগী ইহুদি যারা বিশ্বে নিজেদের মতবাদকে ইহুদি ধর্ম বলে প্রচার করে বেড়ায়। অথচ তারা ইহুদি নয়। জায়োনিজমকে বিশ্বাসযোগ্য করে তুলতে ইহুদিধর্মকে ব্যবহার করছে মাত্র। তারা ফিলিস্তিন দখল করে অবৈধ জায়োনিস্ট রাষ্ট্রও প্রতিষ্ঠা করেছে। যা ইহুদিধর্মের সাথে সাংঘর্ষিক।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img