শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

খাদ্য সঙ্কট সমাধানের প্রচেষ্টা অব্যহত রাখব : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, খাদ্য চুক্তি থেকে রাশিয়া নিজেদেরকে সরিয়ে নিয়েছে। তবে বিশ্বব্যাপী খাদ্য সঙ্কট সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে তুরস্ক। আমরা মানবতার সেবার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব।

তিনি বলেন, বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ গম উৎপাদন হয় ইউক্রেন এবং রাশিয়ায়। এই শস্য অনাহারের হুমকিতে‌ পড়া দেশগুলিতে পৌঁছে দেওয়ার জন্য তুরস্কের প্রচেষ্টার সবচেয়ে বড় কাছের সাক্ষী (পুতিন) আপনি।

আজ সোমবার (৩১ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে “৮ম তুরস্ক মেডিকেল ওয়ার্ল্ড কংগ্রেস” অনুষ্ঠানে তিনি এসব বলেন।

প্রেসিডেন্ট বলেন, ইস্তাম্বুলে আমরা যে যৌথ প্রক্রিয়াটি প্রতিষ্ঠা করেছি তা নিশ্চিত করে যে, আমরা বিশ্বের সেবায় ৯৩ লক্ষ টন ইউক্রেনীয় গম সরবরাহ করে খাদ্য সঙ্কট হ্রাসে ভূমিকা রেখেছি।

শনিবার (৩০ অক্টোবর) রাশিয়া জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরের শস্য রপ্তানি চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার পরে এরদোগান‌ এই মন্তব্য করেন।

উল্লেখ্য ; তুরস্ক, জাতিসংঘ, রাশিয়া এবং ইউক্রেন চলতি বছরের ২২ জুলাই ইস্তাম্বুলে কৃষ্ণ সাগরের শস্য রপ্তানি পুনরায় শুরু করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। যেটি ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে বিরতি দেওয়া হয়েছিল। এই চুক্তিটি তদারকি করার জন্য ইস্তাম্বুলে তিনটি দেশ এবং জাতিসংঘের কর্মকর্তাদের সাথে একটি যৌথ সমন্বয় কেন্দ্র (জেসিসি) স্থাপন করা হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img