শনিবার, জুলাই ২৭, ২০২৪

দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্ট; এখনও খোঁজ মেলেনি

আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় দুর্ঘটনার কবলে পড়ে ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রইসি। তাকে বহনকারী হেলিকপ্টারটির উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে ঘন কুয়াশার কারণে। হেলিকপ্টার বা দুর্ঘটনায় পড়া প্রেসিডেন্ট রইসিকে এখন পর্যন্ত খুঁজে পায়নি উদ্ধারকর্মীরা।

রোববার (১৯ মে) এমনটা জানিয়েছে নিউইয়র্ক টাইমস। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরই সেখানে পৌঁছায় ১৬টি দল নিয়ে সাজানো উদ্ধারকর্মীদের দল। তবে তীব্র ‍বৃষ্টি ও বাজে আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর আবহাওয়া ও ঘন কুয়াশা উদ্ধারকারী দলগুলোর দুর্ঘটনাস্থলে পৌঁছনো কঠিন করে তুলেছে।

এছাড়া, ইরানের ফারস নিউজ এজেন্সি দেশটির জনগণের কাছে প্রেসিডেন্ট রাইসির জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছে। তবে এখনও হতাহতের বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি এবং দুর্ঘটনার কারণও জানা যায়নি।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ার খবর আসে, সেটি থেকে আসা একটি জরুরি ফোনকলে। হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোনকল করেছিলেন। ফলে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে ধারণা করা হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img