ইনসাফ | সোহেল আহম্মেদ
জেরুসালেমের পুরান শহরে চৌকি স্থাপন করে ফিলিস্তিনীদের আল-আকসা মসজিদে প্রবেশে বাঁধা দিয়েছে
ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পুলিশ বাহিনী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনী আল-আকসা মসজিদ কমপ্লেক্সে জড়ো হতে থাকে। যেখানে জেরুসালেম ইসলামী ওয়াকফ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে একটি অনুষ্ঠানের
আয়োজন করে ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায় ,ইসরাইলী পুলিশ পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চল থেকে আসা বহু ফিলিস্তিনী শিশু ও মহিলাদের আল-আকসা মসজিদে প্রবেশ করতে বাধা দেয়।
উল্লেখ্য, অনুষ্ঠানে আল-আকসা মসজিদের ইমাম শেখ ইউসুফ আবু স্নিহা মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনযাত্রা এবং মানবজাতির প্রতি তাঁর সহনশীলতা ও করুণার বার্তা তুলে ধরেন।
সূত্র: আনাদোলু এজেন্সি