ফ্রান্সে রাষ্ট্রীয় সহায়তায় মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার প্রতিবাদ জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
শনিবার (৩১ অক্টোবর) সকালে টাঙ্গাইল জেলা ইমাম ও মোয়াজ্জিন পরিষদের উদ্যোগে ফ্রান্সে রাষ্ট্রীয় সহায়তায় মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত হয়ে তিনি এই প্রতিবাদ জানান।
কাদের সিদ্দিকী বলেছন, ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা করলে সেটা নিশ্চয় আল্লাহর আরসে গৃহিত হবে। আমি এসেছি রসুলের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে। একজন মুসলমান হিসেবে একজন মানুষ হিসেবে আমি নিজের কর্তব্য মনে করেছি বলে এখানে এসেছি। আপনাদের প্রতি অনুরোধ যে কোন আন্দোলনে যে কোন প্রতিবাদে মানুষকে সরিক করবেন।