বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

শিক্ষার্থীদেরকে নির্বিচারে গুলি করে হত্যার বিচার এদেশের মাটিতেই হবে

নিরাপরাধ শিশু ও শিক্ষার্থীদেরকে নির্বিচারে গুলি করে হত্যার বিচার এদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম।

বুধবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে নিরাপরাধ শিশু ও শিক্ষার্থীদেরকে নির্বিচারে গুলির করে হত্যার বিচার এদেশের মাটিতেই হবে। এই জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা সবাই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তাদের ছাড় দেওয়ার কোনও সুযোগ নেই।

নেতৃদ্বয় আরও বলেন, সাধারণ একটি ইস্যুকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে গিয়ে যুদ্ধ ব্যতীত হেলিকপ্টার থেকে গুলি করে যেভাবে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল। এটা একমাত্র ফ্যাসিবাদী, ক্ষমতার মোহে আবিষ্ট বিনা ভোটে নির্বাচিত সরকারের পক্ষেই সম্ভব।

ডিবি হেফাজতে কোনও নাগরিক নিরাপদ নয় উল্লেখ করে তারা বলেন, সন্তান তার মা-বাবা, পরিবারের কাছেই নিরাপদ। যাদেরকে সাদা পোশাকধারী গোয়েন্দা সংস্থার পরিচয়ে তুলে আনা হয়েছে তাদেরকে অতি দ্রুত তাদের পরিবারের কাছে ফেরত দিন। তা নাহলে জনজীবনে নিরাপত্তার শঙ্কা আরও প্রকট হবে এবং তার দায়ভার সরকারকেই বহন করতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img