বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ইসমাইল হানিয়া নিহতের ঘটনায় খেলাফত মজলিসের গভীর শোক

ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গুপ্ত হামলায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস-এর প্রধান হাফেজ ইসমাইল হানিয়া শহীদ হয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে খেলাফত মজলিস।

বুধবার (৩১ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ শোকবার্তায় দলটির আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ইসরাইলী গুপ্ত হামলায় নিহত ফিলিস্তিনী প্রতিরোধ আন্দোলনের নেতা ইসমাইল হানিয়ার শাহাদাত ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিজয়কে ত্বরান্বিত করবে, ইনশাআল্লাহ।

নেতৃদ্বয় আরও বলেন, গুপ্ত হত্যা, গণহত্যা ও নির্যাতন কোনো জাতির মুক্তির আন্দোলনকে দমাতে পারে না।

শোকবাণীতে নেতৃদ্বয় শহীদ ইসমাইল হানিয়ার জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করে মহান আল্লাহর দরবারে দু‘আ করেন। একইসাথে নেতৃবৃন্দ আশা করেন- মজলুম ফিলিস্তিনী ও গাজাবাসী এই শোককে শক্তিতে পরিণত
করে সামনে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img