বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

বিশ্ববিদ্যালয়ের অনুদান বন্ধ করে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী ছাত্র-জনতার জনবিস্ফোরণ দমনে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের অনুদান বন্ধ করে দেয়া হবে’ এধরনের বক্তব্য সংবিধান বিরোধী ও প্রতিহিংসার পরিচায়ক।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষিতে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দেশের নির্বাহী আসনে থেকে এধরনের হিংসাত্মক বক্তব্য দেশের সচেতন জনতাকে বিস্মিত করেছে। প্রধানমন্ত্রীর এধরনের বক্তব্য প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, সরকার প্রধানের হিংসাত্মক বক্তব্যে দেশে শত শত লাশ পড়েছে। কিন্তু ক্ষতবিক্ষত স্থাপনা নিয়ে অনেক মায়াকন্না করলেও শত শত লাশ নিয়ে তেমন কোন দুঃখ প্রকাশ পরিলক্ষিত হয়নি।

তিনি বলেন, উন্নয়ন জনগণের জন্য, কিন্তু জনগণ না থাকলে উন্নয়নের কোন মূল্য নেই। কাজেই সরকার প্রধানের বক্তব্য প্রতিহিংসার বহি:প্রকাশ।

সভায় উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেক ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ হারুন অর রশিদ, হাজী মনির হোসেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img