শেরপুরের শ্রীবরদী উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাহবুবুর রহমান বিপ্লব নামে ৩৫ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ।
বুধবার (৩১ মার্চ) বিকেলে উপজেলা ১নং সিংগাবরুনা ইউনিয়নের হারিয়াকোনা এলাকা থেকে এই যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ। ওই যুবক কর্ণঝােড়া এলাকার মুহাম্মাদ হারুন মিয়া ওরফে হারুন গাড়িয়ালের ছেলে।
বিপ্লবের পিতা হারুন মিয়া জানিয়েছে, তার ছেলে কয়েকজন দিনমজুরকে নিয়ে ভারতীয় সীমান্তে সবজি ক্ষেতে কাজ করছিলো। হঠাৎ বিএসএফ এসে ছেলেকে আটক করে নিয়ে গেছে। পরবর্তীতে বিজিবিকে সংবাদ দিলে তারা বিএসএফের সাথে কথা বলে। কিন্তু ছেলেকে তারা ফেরত দেয়নি।