ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এক বিবৃতিতে ৬০ ভাগ গণপরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে অমানবিক হিসেবে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন, এ ভাড়া বৃদ্ধি মহামারিতে আর্থিক সংকটে থাকা জনগণের ওপর প্রচন্ড চাপ তৈরি করবে৷ যেই মুহূর্তে দেশের জনগণকে আর্থিকভাবে সহযোগিতা করার কথা, সেখানে উল্টো তাদের ওপর আর্থিক চাপ তৈরি করা অমানবিক সিদ্ধান্ত। তিনি বলেন, পরিবহনখাতে চরম অনিয়ম, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করলে ভাড়া বাড়ানোর প্রয়োজন হবে না। তাছাড়া পরিবহন মালিকগণ কতটুকু সেবা নিশ্চিত করবে তা না দেখে অল্প সময়েই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত উচিত হয়নি।
তিনি বলেন, জ্বালানি তেলের দাম কমিয়ে এবং চাঁদাবাজি বন্ধ করলে মালিকেরা পূর্বের ভাড়াতেই গণপরিবহন চালাতে পারবে।
আজ এক বিবৃতিতে মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, যে কোন মহামারির প্রাক্কালে সাধারণত সরকারের পক্ষ থেকে এধরণের অতিরিক্ত চাহিদা মিটানোর কথা। কিন্তু সেটা না করে জনগণের উপর ৬০ ভাগ ভাড়া বৃদ্ধি চাপিয়ে দেয়ার সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেয়া যায় না। তিনি এধরণের সিদ্ধান্ত বাতিল করে অতিরিক্ত ভাড়া রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা করার আহ্বান জানান।