আমেরিকায় সোমবার থেকে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এই আদেশ সোমবার স্থানীয় সময় রাত ১১:৫৯ থেকে কার্যকর হবে।
শুক্রবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় রাতে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এ আদেশ জারি করে।
আদেশে বলা হয়েছে করোনাভাইরাসের মোকাবিলার জন্য সব গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক।
এদিকে করোনার প্রকোপ বৃদ্ধি অব্যাহত থাকায় এবং নতুন সংক্রমণযোগ্য রূপে ভাইরাসটি প্রকাশ পাওয়ায়, কোনও কোনও দেশ ভ্রমণের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করছে। রবিবার থেকে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর সঙ্গে ভ্রমণ নিষিদ্ধ করে দিচ্ছে। এই নতুন নীতির ফলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে ভ্রমণকারীরা ফ্রান্সে প্রবেশ করতে চাইলে তাদেরকে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ থাকার প্রমাণ দিতে হবে।