কাতারের প্রধানমন্ত্রীর শেখ মুহাম্মদ বিন আবদুর রহমান আল-ছানী সাথে বৈঠক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নস ও ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হামাস ও ইসরাইলের মধ্যকার চলমান সমঝোতা নিয়ে তারা আলোচনা করেছেন।
সূত্র রয়টার্সকে বলেছে, মানবিক বিরতি সমঝোতার মেয়াদ বৃদ্ধির অগ্রগতি এবং সম্ভাব্য চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আরও আলোচনার সূত্রপাত করতে এই বৈঠক আয়োজন করা হয়েছিল।
সূত্র আরও বলেছে, বৈঠকে মিসরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, সিআইএ প্রধান উইলিয়াম বার্নস দোহায় অবস্থান করছেন। তিনি জিম্মিসহ হামাস-ইসরায়েল সংঘাত নিয়ে বৈঠকে অংশগ্রহণ করছেন।