বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

মৌলভীবাজার জেলা জমিয়তের সীরাতুন নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার শহরে রুমেল কমিউনিটি সেন্টারে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ আনসারী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুফতি রশিদুর রহমান ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শায়খ জিয়া উদ্দীন বলেন, নবীয়ে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনাদর্শের প্রতিটি অধ্যায়ই আমাদের জন্য অনুসরণীয়। সকল প্রকার বৈষম্য দূর করে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে আমাদের প্রত্যেককে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনচরিত অনুসরণ করতে হবে। তাঁর আদর্শ অনুসরণেই মানবতার মুক্তি ও শান্তি নিহিত আছে।

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আবির্ভাবপূর্ব বর্বরযুগে কারো জানমাল ও ইজ্জত-সম্মানের কোন নিরাপত্তা ছিল না। মানবতা ও মানুষত্ব ছিল তখন বিপন্ন। যাবতীয় পাপাচার ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত সেই সমাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিষ্ঠা করলেন সভ্যতা ও সাম্য। তাই সভ্য সমাজ বিনির্মানে আমাদেরকে তাঁর আদর্শই অনুসরণ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি শাইখুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মাওলানা বাহাউদ্দীন যাকারিয়্যা, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আফজল হোসাইন রহমানী, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দীন খান, প্রচার সম্পাদক মাওলানা জায়নাল আবেদীন, মাওলানা মুসা আল হাফিজ প্রমূখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img