শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিস ওল্ডহ্যাম শাখার নতুন কমিটি গঠন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস নর্থ ইংল্যান্ডের ওল্ডহ্যাম শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) মাদানী একাডেমি মসজিদে কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়।

ওল্ডহ্যাম শাখার আহবায়ক মাওলানা কমর উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা বুরহান উদ্দিন ও হাফিজ শাহ নজির আহমদ যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক ও লীডস শাখার সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান।

সভায় উপস্থিত সকলের পরামর্শের ভিত্তিতে নর্থ ইংল্যান্ড বাংলাদেশ খেলাফত মজলিসের প্রবীণ নেতা মাওলানা মুহাম্মদ ইয়াহইয়াকে প্রধান উপদেষ্টা, মাওলানা কমর উদ্দিনকে সভাপতি, হাফিজ শাহ নজির আহমদকে সাধারণ সম্পাদক করে ২১ বিশিষ্ট ওল্ডহ্যাম শাখার নতুন কমিটি পুনর্গঠন করা হয়।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠিত সভা শেষ করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img