শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

কুকুর-বিড়াল-ছাগল দৌড়াদৌড়ি করবে এরকম ভোটের পরিবেশ চাই না: নুর

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আমাদের প্রধান বিষয়। আমাদের কাছে নির্বাচন কমিশনের চেয়ে নির্বাচনেকালীন সরকারটা গুরুত্বপূর্ণ। ‌আমরা দেখেছি গত ২০১৪ সাল এবং ২০১৮ সালে দলীয় সরকারের অধীনে দুটি বিতর্কিত নির্বাচন হয়েছে, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। ‌ভোট কেন্দ্রে কুত্তা বিলাই ছাগল দৌড়াদৌড়ি করেছে। কুত্তা বিলাই ছাগল দৌড়াদৌড়ি করবে এরকম ভোট এবং ভোটের পরিবেশ আমরা চাই না।

রবিবার (৩০ অক্টোবর) বিকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে গণধিকার পরিষদের নিবন্ধন আবেদন জমা দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে। সেই ধরনের উৎসবমুখর ভোট এবং নির্বাচনের পরিবেশ আমরা চাই। তার জন্য অবশ্যই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জানিয়েছি এবং বিরোধী দলগুলো সেই দাবিতে ইতোমধ্যে রাজপথে আন্দোলন গড়ে তুলছে। আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাচ্ছি না ও যাবো না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img