সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্রাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তি করায় ফেনীতে মিঠুন দে ওরফে পিকলু নীল নামের এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ফেনী শহরের ডাক্তার পাড়ার বাসিন্দা কালি প্রসাদ ওরফে বাচ্চু দে’র ছেলে।
গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ওমর হায়দার জানান, গ্রেপ্তার পিকলু তার ব্যবহৃত ফেসবুক আইডি ‘পিকলু নীল’ থেকে ধর্মীয় উসকানিমূলক বিভিন্ন প্রচারণা চালিয়ে আসছিল। এসব পোস্ট ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা প্রশাসনের কাছে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে দাবি জানায়।
এরপর গতকাল বৃহস্পতিবার রাতে পিকলুকে আটক করা হয়। আটকের পর ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ফজল উদ্দিন ক্বারি বাড়ির আশেক এলাহীর ছেলে ছানা উল্লাহ বাদী হয়ে তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পিকলুকে গ্রেপ্তার দেখানো হয়।