ইনসাফ | মাহবুবুল মান্নান
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা।
আজ শুক্রবার (৩০অক্টোবর) বাদ আছর শহরের খুরুশকুল রাস্তার মাথা থেকে নবীপ্রেমিক তৌহিদী জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার পৌরসভা গেইটে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলকারীরা রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক এর অবমাননাকারীদের বিরুদ্ধে ঈমানদীপ্ত স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।
জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে স্বাগত বক্তৃতা রাখেন হেফাজতে ইসলাম কক্সবাজার পৌর সাধারণ সম্পাদক মাওলানা সায়েম হোসেন চৌধুরী।
হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা কোন মুসলমানই বরদাশত করতে পারেন না। মুসলমানেরা নিজেদের জান-মাল, সন্তান-সন্ততিসহ সবকিছুর চেয়ে প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক ভালোবাসেন। তাই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান-মান ও আদর্শ রক্ষায় নিজেদের জান দিতেও প্রস্তুত।
বক্তারা আরও বলেন, ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরম অবমাননা করে বিশ্বের দুইশ কোটি তৌহিদী জনতার কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। অনতিবিলম্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবমাননা বন্ধ না করলে এ আন্দোলনের দাবানলে ফ্রান্সের মসনদ পুড়ে ছারখার হয়ে যাবে, ইন-শা আল্লাহ। বক্তারা অনতিবিলম্বে ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, রাষ্ট্রীয়ভাবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবমাননার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহন এবং ফ্রান্সের সবধরণের পণ্য বর্জন করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবী জানান। সেই সাথে নবীপ্রেমিক তৌহিদী জনতাকেও এসব দাবিতে সোচ্চার হওয়ার আহবান জানান।
সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জেলা হেফাজতে ইসলামের নেতা মাওলানা ফরিদুল হক, জেলা হেফাজতের অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মুবিনুল হক, মাওলানা আব্দুর রহমান জিহাদী, মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, মাওলানা এহতেশামুল হক, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা হাফিজ উদ্দিন, মাওলানা নুরুল হামিদ, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ খাইরুল বশর, এহসানুল হক ও আব্দুল্লাহ হোসাইনী প্রমুখ।