ফ্রান্সে রাষ্ট্রীয় সহায়তায় মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার প্রতিবাদ হিসেবে সৌদি আরবের জেদ্দায় ফরাসি কনস্যুলেটে হামলার ঘটনা করা হয়েছে। একই দিন ফ্রান্সে পৃথক হামলায় তিনজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ওই হামলায় রিয়াদে অবস্থিত ফরাসি দূতাবাসের নিরাপত্তাকর্মী আহত হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকালে ফ্রান্সের নিস শহরে গির্জায় হামলার তিনজন নিহত হয়েছে। এরমধ্যে এক নারীর শিরশ্ছেদ করা হয়েছে। এর কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণাঞ্চলীয় আভিনিওঁ শহরের একটি এলাকায় ফরাসি পুলিশের গুলিতে একজন নিহত হন। ওই ব্যক্তি ‘আল্লাহু আকবর’ বলে বন্দুক নিয়ে পথচারী এবং পুলিশের ওপর চড়াও হওয়ার চেষ্টা চালিয়েছিল বলে অভিযোগ করেছে ফ্রান্সের সরকার।
ফ্রান্সের নিস শহরের মেয়র খ্রিশ্চ এস্থুজি জানান, হামলাকারী উচ্চস্বরে ‘আল্লাহু আকবর’ বলছিল।