শনিবার, অক্টোবর ৫, ২০২৪

ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে পটিয়া মাদরাসার ছাত্রদের বিক্ষোভ

ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার ছাত্রদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া ডাকবাংলো মোড়ে সমাবেশ করেন মাদরাসার সাধারণ শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন আনোয়ারী ও মাদরাসার বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারতের মুসলমানরা কখনো নিরাপদভাবে বসবাস করতে পারে না। কখনো তাদের উপর আবার কখনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করা হয়। মাঝেমধ্যে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি করে মুসলমানদের কলিজায় আঘাত করা হয়। এ ধরনের অন্যায় কোনোভাবে মেনে নেওয়া যায় না। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে।

বিক্ষোভ মিছিলটি জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার গেইট থেকে শুরু হয়ে পটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটিয়া ডাকবাংলো মোড়ে এসে মাওলানা আখতার হোসাইন আনোয়ারীর মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img