বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

কুমিল্লার মতো ঘটনা এড়াতে এবার দুর্গাপূজায় পর্যপ্ত নিরাপত্তা ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

এবারের দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লার মতো ঘটনা যাতে আর না ঘটে সেজন্য পর্যপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেক মণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও স্বেচ্ছসেবক রাখার কথা বলা হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৬ তম জন্মদিন উপলক্ষে ভোলার লালমোহন উপজেলায় “শেখ হাসিনা গোল্ডকাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ বছর পুজা মণ্ডবে কোনো আশঙ্কা থাকবে না বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি আরও বলেন, এই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। মুসলমান- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে নিয়ে এদেশ, সবার রক্তে রঞ্জিত এই দেশ। আমারা সবাইকে নিয়ে চলব। উৎসব সবার ধর্ম যার যার। এ ধারা অব্যাহত থাকায় আমরা সবাই এগিয়ে চলছি। এগিয়ে যাবার সৈনিক হিসেবে সকলে কাজ করছে বলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কেউ আমাদের রুখতে পারবে না।

মন্ত্রী বলেন, যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন ততদিন বাংলাদেশ আলোকিত থাকবে। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সন্ত্রাস, ‘জঙ্গি’, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চাচ্ছেন। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। সেই এগিয়ে যাওয়ার সৈনিক হিসেবে আমরা সাবই কাজ করে যাচ্ছি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img