বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

আহত এবি পার্টির নেতা মঞ্জুকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকালে পরিবারের বরাত দিয়ে দলটির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটু এই তথ্য জানিয়েছেন।

আনোয়ার সাদাত বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে মজিবুর রহমান মঞ্জুকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হয়েছি। এরপর তাকে কোথায় নেওয়া হয়েছে তা জানানো হয়নি।

আনোয়ার সাদাত আরও বলেন, মজিবুর রহমান মঞ্জু কয়েকদিন ধরে অসুস্থ। তিনি পুলিশের গুলিতে আহত ছিলেন। এমন অবস্থায় গভীর রাতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img