বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

আকাশ প্রতিরক্ষার জন্য আধুনিক শিক্ষার প্রয়োজন রয়েছে: আফগান শিক্ষা মন্ত্রী

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের আকাশসীমা রক্ষা ও সেখানে প্রতিনিয়ত শত্রু দেশের ড্রোনের পেট্রোলিং বন্ধ করার জন্য আধুনিক শিক্ষার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির শিক্ষামন্ত্রী সাইয়েদ হাবিবুল্লাহ আগা।

১৪০৩ সূর্য বছরের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আধুনিক বিজ্ঞান ও ধর্মীয় শিক্ষা বর্তমান সমাজের জন্য অপরিহার্য একটি বিষয় যা ফরজে কিফায়াও বটে।

হাবিবুল্লাহ আরো বলেন, “তারা আমাদের আকাশ পর্যন্ত পৌঁছে গেছে, ড্রোন গুলো আমাদের আকাশ সীমায় পেট্রলিং করছে, কিন্তু তাদের বিরুদ্ধে আমরা কি কোন ব্যাবস্থা গ্রহন করতে পেরেছি? উত্তর হচ্ছে না। আমাদের অবশ্যই এই বিষয়ে উন্নতি করতে হবে, এটা আমাদের ও দেশের ভূখণ্ড রক্ষার জন্য অপরিহার্য।”

আফগান শিক্ষামন্ত্রীর মতে, ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান কখনোই আধুনিক বিজ্ঞানের বিরোধী নয়, বরং এই ক্ষেত্রে উন্নয়নের প্রচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, “আজকাল আমাদের ও ইসলামি সমাজের আধুনিক বিজ্ঞানের প্রয়োজন রয়েছে, এই ধরনের বিজ্ঞান শিক্ষা আমাদের উপর ফরজে কিফায়া।”

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img