মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

শেখ হাসিনা সরকারের ওপর আস্থা আছে আমেরিকার: পিটার হাস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের সুযোগ দেয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেইসঙ্গে সুষ্ঠু নির্বাচনে মার্কিন নতুন ভিসা নীতি সহায়ক হবে জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের ওপর আস্থা আছে আমেরিকা।

মঙ্গলবার (৩০ মে) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে মার্কিন দূতাবাসের আয়োজনে এক চিত্র প্রদর্শনীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান তাদের ভিসা নীতির নতুন সংযোজন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে আমেরিকার নতুন ভিসা নীতি।

পিটার হাস জানান, বাংলাদেশ সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে। বিদেশি পর্যবেক্ষক আসার সব ধরনের ব্যবস্থার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি থেকেই মার্কিন ভিসা নীতি দেয়া হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img