মঙ্গলবার, মে ২১, ২০২৪

চুক্তি হোক বা না হোক, রাফায় অভিযান চলবে : নেতানিয়াহু

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে বন্দীবিনিময় চুক্তি হলেও রাফা অভিযান অব্যহত রাখবে বলে জানিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সোমবার (২৯ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন মন্তব্য করেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বলেছেন, হামাসের সাথে যুদ্ধবিরতি ও বন্দীবিনিময় চুক্তি হলেও ইসরাইল দক্ষিণাঞ্চলীয় রাফা অঞ্চলে আক্রমণ চালাবে।

নেতানিয়াহু বলেন, আমরা আমাদের সকল লক্ষ্য অর্জনের আগে যুদ্ধ বন্ধ করব, এই ধারণা প্রশ্নাতীত। আমরা রাফায় প্রবেশ করব। সেখানে হামাসের ব্যাটালিয়নগুলোকে নির্মূল করব। এর মধ্যে তাদের সাথে কোনো চুক্তি হতেও পারে, আবার নাও হতে পারে।

ইসরাইলি প্রধানমন্ত্রী কয়েক মাস ধরে তাদের প্রধান মিত্র আমেরিকার জনসাধারণের চাপ সত্ত্বেও রাফায় আক্রমণের প্রতিশ্রুতি প্রকাশ করে যাচ্ছে।

জাতিসংঘ এবং মানবিক সংস্থাগুলো বারবার সতর্ক করেছে, রাফায় আক্রমণ করা হলে সেটি হবে চরম বিপর্যয়কর। কারণ সেখানে এক মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।

সূত্র : আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img