ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | আরিফ মুসতাহসান
বাহিরে থাকাকালীন সময়ে মাস্ক পরিধান না করলে ১০০০ রিয়েল জরিমানা ঘোষণা করেছে সৌদি সরকার।
শনিবার (৩০ মে) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।
করোনা ভাইরাসের বিস্তার রোধে শুরু থেকেই একের পর এক সচেতনতামূলক সিদ্ধান্ত নিয়ে আসছে সৌদি সরকার। এতে বেশ সফল সৌদি। ইতিমধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ করোনা রোগী সুস্থ হয়েছে দেশটিতে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী সর্বমোট ৮৩,৩৮৪ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ৫৮,৮৮৩ এবং মৃত্যুবরণ করেছে ৪৮০ জনের। বর্তমানে সক্রিয় রোগী ২৪,০২১ জনের মাঝে ৩৮৪ জনের অবস্থা আশঙ্কাজনক।