ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | আফসার হোসাইন জুবাইর
নোয়াখালীতে দিনদিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা।
এখন পর্যন্ত নোয়াখালীতে আক্রান্তের সংখ্যা পাঁচ শতাধিক।
এদিকে সেনবাগের ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে একই পরিবারে ৫জন করোনায় আক্রান্ত হয়েছেব।
করোনা উপসর্গ নিয়ে ঢাকার একটি হাসপাতালে মায়ের দোয়া ব্রিক্সের মালিক অলি কোম্পানি ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পর মারা যান।
এরপর তার পরিবারের বাকি সদস্যদের করোনা টেস্ট করা হলে ৫জনের করোনা শনাক্ত হয়। নতুন করে যারা আক্রান্তরা হলেন- ফিরোজা, রাকিব, তাসমিনা, তৌহিদ, মর্জিনা।