করোনার ভয়াবহ আক্রমণে ভারতের বিজেপিপন্থী টিভি সাংবাদিক রোহিত সর্দানা মারা গেছে। পাঁচদিন আগে তার শরীরে নভেল করোনাভাইরাস ধরা পড়ে। এছাড়াও চিকিৎসাধীন তার হার্টঅ্যাটাক হয়েছে।
আজ শুক্রবার (৩০ এপ্রিল) একটি বেসরকারি হাসপাতাতে তিনি মারা যান।
‘আজ তাক’ নিউজ চ্যানেলের উপস্থাপক রোহিতের মৃত্যুর পর ভারতের বিজেপিপন্থী রাজনীতিবিদরা শোক প্রকাশ করেছে।
দেশটির হিন্দুত্ববাদী বিজেপি সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, শ্রী রোহিত শর্মার মৃত্যুর খবরে ব্যথিত। সৃষ্টিকর্তা তার পরিবারকে এই মর্মান্তিক মৃত্যুর শোক সামলে ওঠার শক্তি দিক।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ভারতের দিল্লি এখন এক মৃত্যুপুরী। মানুষের মৃত্যুর সারি এখানে এতোই দীর্ঘ হচ্ছে যে, সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের দাহ করতে পেতে হচ্ছে বেগ। শহরের শ্মশানগুলো এখন আর খালি নেই। সেখানে মরদেহের দীর্ঘ লাইন। দীর্ঘ সময় মরদেহ বাইরে রাখায় কোথাও কোথাও দেখা গেছে রাস্তার কুকুর সেই দেহগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। শুধু একটি শ্মশানের ঘটনা নয়। দিল্লির প্রায় শ্মশানে এখন এই দৃশ্য বিরাজ করছে।