হেফাজতে ইসলাম জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেটের শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম এবং জমিয়ত নেতা মাওলানা মাসউদ আহমেদকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ এপ্রিল) ভোর রাত ৩টায় তাঁকে সিলেটে জকিগঞ্জস্থ বারহাল ইউনিয়ন কচুয়া গ্রামের তাঁর নিজবাড়ি থেকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কাসেম বলেন, মুফতি মাসউদ আহমেদকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে।