বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ইসরাইলে অর্থোডক্স ইহুদীদের ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ৩৮ জনের মৃত্যু

ইহুদিবাদী ইসরাইলের এক ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে অন্তত ৩৮ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছে আরও বহু মানুষ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মেরোন পর্বতে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার এ তথ্য নিশ্চিত করেছে ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিস ।

হতাহতদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ।

কর্তৃপক্ষ সূত্রে জানায়, অর্থোডক্স ইহুদিদের বার্ষিক ধর্মীয় উৎসব ‘লাগ বোমারে’ যোগ দিতে বৃহস্পতিবার রাতেই মেরোনে জড়ো হয় লাখো মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, মধ্যরাতের পর ভিড় বাড়তে থাকায় নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ, কিন্তু ব্যর্থ হয়। হঠাৎ শুরু হয় হুড়োহুড়ি। আর তারপরে পড়ে যায় অনেকে।

করোনা মহামারীর জন্য গত বছর এই আয়োজন হয়নি। তবে এ বছর সফল ভ্যাকসিন কার্যক্রমের পর ইসরাইলের অনেক বিধিনিষেধ তুলে নেওয়া হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img