শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আজ ফিলিস্তিন ভূমি দিবস

আজ ফিলিস্তিন ভূমি দিবস। বিশ্বের আনাচে-কানাচে থাকা সকল ফিলিস্তিনি প্রতি বছর ৩০ মার্চ এই দিবসটি পালন করে থাকে।

এই দিবসটিকে ইহুদিবাদী ইসরাইল কর্তৃক ফিলিস্তিন দখল পরবর্তী সময়ের একটি গুরুত্বপূর্ণ দিবস বলেও গণ্য করা হয়।

কেননা ১৯৪৮ পরবর্তী সময়ে প্রথমবারের মতো ইসরাইল শাসিত ও দখলকৃত এলাকার মুসলিম, প্রাচীন ইহুদি ধর্মাবলম্বী আরব ও অন্যান্য ধর্মাবলম্বী আরব জনগণ এবং দখলমুক্ত অংশের ফিলিস্তিনিরা তাদের ফিলিস্তিনি জাতিসত্ত্বাকে প্রাধান্য দিয়ে ইসরাইলী নীতির বিরুদ্ধে একজোট হয়ে কর্মসূচি ঘোষণা করেছিলো।

মূলত, ১৯৭৬ সনে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনের কয়েক হাজার ডুনাম (১ডুনাম: ৯৭০০ বর্গকিলোমির উর্বর কৃষি জমি) পরিমাণ ভূমি তাদের অবৈধ রাষ্ট্রের প্রয়োজনে দখলের সিদ্ধান্ত নিলে প্রতিবাদ স্বরূপ একজোট হয়ে অবরোধ ও লংমার্চের সিদ্ধান্ত নেয় তৎকালীন ফিলিস্তিনের দখলকৃত ও দখলমুক্ত অংশের মুসলিম-অমুসলিম ভিন্ন ধর্মাবলম্বী আরব জনগণ।

আরব অধ্যুষিত শহর জালিল (গ্যালিলি) থেকে নাক্বাব (নেগেভ) অভিমুখে লংমার্চ ও অবরোধ কর্মসূচিতে অবৈধ রাষ্ট্রটির অস্ত্রসজ্জিত দখলদার বাহিনী হামলা চালালে আত্মরক্ষার্থে এসময় সংঘর্ষে জড়িয়ে পড়ে স্বাধীনতাকামী নিরস্ত্র ফিলিস্তিনিরা।

উক্ত অবরোধ ও লংমার্চে ছয় জন শহীদ ও শতাধিক নিরীহ ফিলিস্তিনি মুসলিমের মারাত্মকভাবে আহত হওয়ার ঘটনা ঘটে।

তাছাড়া ন্যায্য অধিকার ও স্বাধীনতার দাবীতে অবরোধ ও লংমার্চ কর্মসূচিতে অংশগ্রহণ করার অপরাধে আরো শতাধিক ফিলিস্তিনিকে বর্বর সেই বাহিনীর হাতে গ্রেফতার হতে হয়।

দখলদার ইসরাইল রাষ্ট্র ও তার সরকারের সাথে স্বাধীন ফিলিস্তিনি সত্ত্বা লালনকারী সকল ধর্মের আরবদের সম্পর্ক কেমন ছিলো, ইসরাইল রাষ্ট্রের ব্যাপারে তারা কী ধরণের মনোভাব পোষণ করতেন, এই ঘটনাকে তার একটি বড় দলিল বলেও মনে করেন বিশ্লেষকরা।

কেননা, ৩০ মার্চের ইসরাইল-ফিলিস্তিন সংঘাত যা পরবর্তীতে ফিলিস্তিন ভূমি দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে এটিকে শুধু অবৈধ রাষ্ট্র ইসরাইলের আরবরাই পালন করে না বরং সারাবিশ্বের ফিলিস্তিনিরাও এটি পালন করে এবং আরব-অনারব, মুসলিম-অমুসলিম সকল ফিলিস্তিনিকে শ্রদ্ধাভরে স্মরণ করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img