শুক্রবার, মে ১৭, ২০২৪

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিক নিহত

গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিক নিহত হওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে হতাহতেদের নাম পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কচ্ছপিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে পিয়াস (২০), একই গ্রামের বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) এবং জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বগারচর গ্রামের মুকুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২৫)। তারা ঠিকাদারের অধীনে দৈনিক মজুরি ভিত্তিতে ওই কারখানায় নির্মাণ শ্রমিকের কাজ করছিল। ঘটনার পর থেকে ঠিকাদার ইব্রাহিম খান পলাতক রয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, পাঁচতলা ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক ভবন থেকে নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তারা মারা যান।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে কেওয়া পূর্বখণ্ড এলাকার স্কাইনিস পাওয়ার কোম্পানি নামে বহুতল ভবনে কাজ করছিল শ্রমিকরা। এসময় অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের রডের সঙ্গে পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শ হলে দীর্ঘ সময় আগুন জ্বলতে থাকে। এতে কয়েকজন পুড়ে যায়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img