যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে চেয়েছেন, লোকজন তাঁর অভাব বোধ করছেন কি না।
সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প গত সপ্তাহান্তে তাঁর ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন। মাইক্রোফোন হাতে নিয়ে রাজনৈতিক বিষয়ে কিছুক্ষণ কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, চীন ও ইরানের বিরুদ্ধে কথা বলেন ট্রাম্প। মেক্সিকো সীমান্ত পরিস্থিতি এবং গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও তাঁর অসন্তোষ প্রকাশিত হয়।
সমবেতদের উদ্দেশে ট্রাম্প প্রশ্ন করেন, ‘আপনারা কি এখনো আমাকে মিস করছেন?’
বিনোদন ওয়েবসাইট টিএমজেড অনুষ্ঠানে ট্রাম্পের বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেছে।