বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

ইসরাইলের প্রতিরক্ষা প্রযুক্তিতে বড় অংকের অর্থ বিনিয়োগ করতে যাচ্ছে আরব আমিরাত

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘থার্ড আই’- এ ৩০ শতাংশ মালিকানা অর্জনের লক্ষ্যে ১০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে কথিত মুসলিম প্রধান দেশ সংযুক্ত আরব আমিরাত।

চলতি সপ্তাহে আরব আমিরাতের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এজ’ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এই চুক্তিকে ভবিষ্যৎ প্রতিরক্ষা প্রযুক্তির জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন থার্ড আই সিস্টেমস-এর প্রধান নির্বাহী লিওর সেগাল।

প্রসঙ্গত, থার্ড আই সিস্টেমস একটি ইসরাইলি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান, যা মূলত মানববিহীন ড্রোন ও আত্মঘাতী ড্রোন সনাক্তকরণের জন্য উন্নত প্রযুক্তি উন্নয়ন ও উৎপাদন করে থাকে।

সেগাল বলেন, “এই প্রযুক্তিগত ও নিরাপত্তা অংশীদারিত্ব আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পণ্যগুলোর গুরুত্বকে আরও সুস্পষ্ট করেছে। আশা করি, জাতীয় নিরাপত্তায় এর কার্যকারিতা প্রমাণিত হবে। বিশ্বস্বীকৃত প্রতিরক্ষা সরবরাহকারী এজ-এর সাথে একীভূত হওয়া আমাদের প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরার সুযোগ করে দেবে এবং আন্তর্জাতিক বাজারে আমাদের বিস্তারের নতুন দুয়ার খুলে দেবে।”

টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই চুক্তিটি কার্যকর হবে। এই চুক্তির অধীনে যৌথ উদ্যোগে এজ-এর মালিকানা থাকবে ৫১ শতাংশ, থার্ডআই-এর হাতে থাকবে ৪৩ শতাংশ, এবং অবশিষ্ট ৬ শতাংশ অংশ তৃতীয় পক্ষের কাছে থাকবে।

উল্লেখ্য, ২০২০ সালে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল সামরিক ও প্রতিরক্ষা খাতে ঘনিষ্ঠভাবে কাজ করছে। বিশেষজ্ঞদের মতে, এই বিনিয়োগ প্রতিরক্ষা প্রযুক্তিতে দুই দেশের দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের ইঙ্গিত বহন করছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img