সোমবার, মার্চ ২৪, ২০২৫

ইসরাইল যুদ্ধবিরতির চুক্তি ঠিকমতো পালন করতে ব্যার্থ: হামাস

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খলিল আল হইয়া বলেছেন, এখন পর্যন্ত হামাস যুদ্ধবিরতি মেনে চলার ব্যাপারে নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছে। কিন্তু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল চুক্তির শর্তগুলো ঠিকমতো পালন করছে না।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খলিল আল হইয়া বলেন, যুদ্ধবিরতির চলমান অবস্থায়ও ইসরাইল গাজ্জাবাসীকে হত্যা করে যাচ্ছে এবং এই উপত্যকায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করার অনুমতি দিচ্ছে না।

তিনি বলেন, প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, আগামী শনিবার ছয় ইসরাইলি পণবন্দি এবং চার বন্দির লাশ হস্তান্তর করা হবে। ৬ পণবন্দি ও ৪ জনের লাশ হস্তান্তর করবে হামাস।

তিনি আরও বলেন, প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তি যাতে পুরোপুরি বাস্তবায়িত হয় সেজন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে বিশেষ করে কাতার ও মিশরের সঙ্গে কাজ করে যাচ্ছে হামাস।

প্রসঙ্গত, প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি আগামী ১ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে। তবে তার ২৬ দিন আগে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ইসরাইলের গড়িমসির কারণে তা এখনও সম্ভব হয়নি। দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি কার্যকর হলে গাজ্জা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হওয়ার কথা রয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img