বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

উদাহরণ হিসেবে গাজ্জা গণহত্যার কথা উল্লেখ করায় ব্রিটিশ এমপিকে দল থেকে বহিষ্কার

উদাহরণ হিসেবে গাজ্জা গণহত্যার কথা উল্লেখ করায় দল থেকে বহিষ্কার হলেন লেবার পার্টি থেকে নির্বাচিত ব্রিটিশ এমপি ক্যাট ওসামোর।

ইহুদি নিধনযজ্ঞের স্মরণে গণহত্যার সাম্প্রতিক দৃষ্টান্ত উপস্থাপন করতে গিয়ে এক এক্স বার্তায় তিনি বলেন, আগামীকাল ইহুদি নিধনযজ্ঞ স্মরণ দিবস (হলোকাস্ট মেমোরিয়াল ডে)। নাৎসি গণহত্যার শিকার ৬০ লক্ষ ইহুদির স্মরণে একটি আন্তর্জাতিক দিবস। কম্বোডিয়া, রুয়ান্ডা, বসনিয়া ও বর্তমানে গাজ্জা বিভিন্ন নাৎসি গোষ্ঠী কর্তৃক এধরণের নিপীড়ন ও গণহত্যার শিকার হওয়ার সাম্প্রতিক উদাহরণ।

ব্রিটিশ এমপি ওসামোর এমন বার্তার প্রতিক্রিয়ায় হলোকাস্ট এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়। হলোকাস্টে বেঁচে যাওয়া ইহুদিদের জন্য একে বেদনাদায়ক ও অপমানজনক বলে উল্লেখ করা হয়।

এছাড়া বোর্ড অফ ডেপুটিস অফ ব্রিটিশ জিউসের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়। একে ইহুদি সম্প্রদায়ের জন্য অসম্মানজনক বলে উল্লেখ করা হয়।

ক্যাট ওসামো ফিরতি এক এক্স বার্তায় গাজ্জায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয়ের মাধ্যমে ইহুদি নিধনযজ্ঞকে স্মরণ করতে চেয়েছেন বলে উল্লেখ করলেও তার দল লেবার পার্টি থেকে তাকে বহিষ্কৃত হতে হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img