হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী অসুস্থ হয়ে চট্টগ্রামের সি এস সি আর হাসপা
তালে ভর্তি হয়েছেন।
আজ শনিবার (৩০ জানুয়ারি) বাদ আসর তাকে মেডিকেলে নেওয়া হয়।
বিষয়টি আল্লামা বাবুনগরীর ব্যক্তিগত সহকারি মাওলানা ইনআমুল হাসান ফারুকী ইনসাফকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী হুজুর গত চারদিন ধরে অসুস্থ। গত বুধবার নিয়মিত হাদীসের সবক পড়িয়েছিলেন। বাদ জোহর থেকে হঠাৎ কাঁপুনি দিয়ে গায়ে জ্বর আসে। এরপর থেকে শারীরিক অবস্থা দূর্বল হতে থাকে। গতকাল জুমার আগে কিছুটা সুস্থতাবোধ করলেও পরে আবারো শারীরিক অবস্থা পূর্বের মতই হয়ে যায়। তবে এখন জ্বর নেই, ডায়াবেটিস পেশার ও আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রিত। কিডনিতে হালকা সমস্যা ও দীর্ঘ মেয়াদি ডায়াবেটিস এর কারণে শরীরে পানি জমে থাকে, বাম পায়ে পানি জমে থাকতে থাকতে সামান্য ইনফেকশন দেখা দিয়েছে। আজ বাদ আসর চেক-আপ ও চিকিৎসার জন্য চট্রগ্রাম সি এস সি আর হাস্পাতালে নিয়ে এসেছি। ডাক্তার চেক-আপ দিয়েছেন।
তিনি বলেন, দেশ বিদেশে সকল মুসলমানদের নিকট হযরতের পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াতের জন্য দুআ কামনা করছি। আল্লাহ তায়ালার নিকট দুআ করছি আল্লাহ হুজুরকে সুস্থ করে দিন। এবং দীর্ঘ নেক হায়াত দান করুন, আমিন।