বুধবার, জুন ২৫, ২০২৫

চট্টগ্রামের পটিয়া হরিণখাইন তা’লীমুল কুরআন মাদরাসার বার্ষিক মাহফিল সম্পন্ন

spot_imgspot_img

ইনসাফ | মাহবুবুল মান্নান


চট্টগ্রামের পটিয়া উপজেলার হরিণখাইন তা’লীমুল কুরআন মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণী সভা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৯জানুয়ারি) পটিয়া হরিণখাইন মাদরাসা ময়দানে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার পরিচালক মাওলানা আইয়ুব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বয়ান করেন জামেয়া ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতী ও মুহাদ্দিস মুফতী আহমদ উল্লাহ। এছাড়াও তিনি হেফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তাতে ফজিলত প্রদান করেন।

সভায় বক্তারা বলেন,কুরআনের সাথে সম্পৃক্ততা মানুষকে সম্মানিত করে। মাদকমুক্ত,সন্ত্রাসমুক্ত ও আলোকিত মানুষ গড়ার জন্য কুরআনের শিক্ষা তথা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা সকলের জন্য অপরিহার্য।

মাদরাসার শিক্ষক মাওলানা আবু ইউসুফ ও মাওলানা মাহবুবুল মান্নান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে আরো বয়ান করেন জামেয়া দারুল হেদায়ার মুহতামিম মাওলানা মুফতী আজিজুল হক আল মাদানী, শাহমীরপুর মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা নুরুল্লাহ, জামেয়া বাবুনগর মাদরাসার মুহাদ্দিস মাওলানা রফিকুল ইসলাম,পটিয়া খরণা ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমদ,

খলীফায়ে বোয়ালভী মুবাল্লিগে ইসলাম মাওলানা সিরাজুল হক ও পটিয়ার আশিয়া এমদাদুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা নুরুন্নবী,মাওলানা আব্দুল্লাহ সুলতানী ও মাওলানা মাহমুদ উল্লাহ প্রমুখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img